ভাইরাল পোস্ট যাচাই করছে ফেসবুক

২৯ মে, ২০২০ ২৩:৫১  
ফের ব্যবহারকারীর সন্দেহজনক আচরণের ওপর কড়া নজর রাখতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। এর ফলে কোনো পোস্ট দ্রুত ভাইরাল হলেই পোস্টদাতার পরিচয় যাচাই শুরু করেছে। ইতোমধ্যেই এই যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। ফেসবুক জানিয়েছে, আবারও বড় পরিসরে পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়েছে। ফলে এখন থেকে ভাইরাল পোস্টের ক্ষেত্রে ফেসবুক প্রথমে তার পরিচয় জানতে চাইবে। ব্যবহারকারী যদি তার পরিচয় কিংবা ফটো আইডির সঙ্গে না মেলে তাহলে সেই পোস্টগুলোর রিচ কমিয়ে দেবে। যা খুবই কম লোকের কাছে পৌঁছাবে। এছাড়াও পেজের ক্ষেত্রে তার সব পাবলিকেশন ইনফরমেশন দিতে হবে। সেটার সঙ্গে না মিললে তাদের পোস্টও রিচ কমিয়ে দেবে ফেসবুক। এবং ওই আইডিগুলো সংরক্ষণ করবে ব্যবহারকারীর নিরাপত্তার জন্য। তবে সেগুলো কারো সঙ্গে শেয়ার করা হবে না। এর আগে ২০১৮ সালে পরিচয় যাচাইয়ের উদ্যোগ নিয়েছিলো ফেসবুক।